শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চপাঠ বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চপাঠ চলাচল বন্ধ করা হয়েছে। এতে বিপদে পড়েছেন ঈদে বাড়িতে যাওয়া হাজার হাজার যাত্রী। তবে ফেরি চলাচল করতেছে।
চাঁদপুর লঞ্চ ঘাট |
শুক্রবার রাত ৯টার (২৯ এপ্রিল) দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।
মো. সোলায়মান বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক এই তথ্যটি নিশ্চিত করেছেন।
মো. সোলায়মান বলেন, রাত ১০টার সময় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার কথা ছিলো । কিন্তু ঝড়ো হাওয়া ও আকাশ মেঘলা থাকার কারণে রাত ৯টা সময় বন্ধ করে দিয়েছে। পদ্মা নদীতে উত্তাল ঢেউ থাকায় যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চ চলাচল বন্ধ করেছে ।
তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল করবে যদি আবহাওয়া স্বাভাবিক হয়।
অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে আধাঘণ্টার জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিলো কালবৈশাখি ঝড়ের জন্য । ফেরি চলাচল স্বাভাবিক করা হয় কিছু খন পরে ।
Tags:
BD NEWS